
ওশান নিউজ প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থাগুলোকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।
দীর্ঘ ১৩ বছরেও তদন্ত শেষ না হওয়ায় আদালত তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের
শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত
হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল
আরশাদুর রউফ। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ সজিব ভূঁইয়া ও
সহকারী অ্যাটর্নি জেনারেল মুশফিকুর রহিম। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল
মোরশেদ ও শিশির মনির।
আদালত পর্যবেক্ষণে বলেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে এ মামলার বিচার আরও পিছিয়ে যেতে
পারে।
২০১২ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর রাজাবাজারে নিজ বাসায়
নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। ঘটনার ১৩ বছর পেরিয়ে গেলেও এখনও
মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা না হওয়ায় দেশে ব্যাপক সমালোচনা চলছে।